আজকাল ওয়েবডেস্ক: তাইপের সুং শুও ইউন এবং ইউ চিয়েনহুইকে হারিয়ে গুয়াহাটি মাস্টার্স টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেন অশ্বিনী পোন্নাপ্পা এবং তানিশা ক্রাস্টো জুটি। মহিলাদের ডাবলস বিভাগে খেতাব জিতলেন তাঁরা। বি ডাবলু এফ সুপার- ১০০ টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ছিলেন এই জুটি।
তাইপের শক্তিশালী জুটিকে ২১-১৩, ২১-১৯ ব্যবধানে হারিয়েছেন এই ভারতীয় জুটি। পরপর দুই সেটে হারিয়ে খেতাব জিতে নিয়েছেন অশ্বিনী পোন্নাপ্পা এবং তানিশা ক্রাস্টো। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে আবুধাবি মাস্টার্স সুপার ১০০ টুর্নামেন্টেও খেতাব এসেছিল অশ্বিনী পোন্নাপ্পা এবং তানিশা ক্রাস্টোর দখলে।
তাইপের শক্তিশালী জুটিকে ২১-১৩, ২১-১৯ ব্যবধানে হারিয়েছেন এই ভারতীয় জুটি। পরপর দুই সেটে হারিয়ে খেতাব জিতে নিয়েছেন অশ্বিনী পোন্নাপ্পা এবং তানিশা ক্রাস্টো। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে আবুধাবি মাস্টার্স সুপার ১০০ টুর্নামেন্টেও খেতাব এসেছিল অশ্বিনী পোন্নাপ্পা এবং তানিশা ক্রাস্টোর দখলে।
